থানচিতে বিশ্ব ভালোবাসা দিবসের নতুন পোষাকের প্রান্তিক শিশুদের ভালোবাসার উষ্ণ বার্তা

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Feb 14, 2025 - 23:16
Feb 14, 2025 - 23:17
 0  57
থানচিতে বিশ্ব ভালোবাসা দিবসের নতুন পোষাকের প্রান্তিক শিশুদের ভালোবাসার উষ্ণ বার্তা

সবুজ প্রকৃতির মাঝে ভালোবাসার বার্তা... বিশ্ব ভালোবাসা দিবসে বান্দরবানের থানচিতে বসন্তে পাহাড়ে প্রান্তিক শিশুরা পেল ভালোবাসা উষ্ণ বার্তা। 

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী উপজেলার রেমাক্রী ইউনিয়নের  পর্যটন কেন্দ্রে রেমাক্রী খুমে অবস্থানরত প্রান্তিক শিশুর কিশোরদের বিভিন্ন সাইজের শীতের ব্রাউজার,জ্যাকেট,শার্ট  একটি করে প্রায় অর্ধশতাধিক নতুন পোষাক দিল একটি তরুন এনজিও কর্মী।
তরুন এনজিও কর্মীরা জানান,প্রান্তিক শিশুদের কথা যারা দুর্গম পাহাড়ে বাস করে।  যাদের কাঁধে স্কুলের বইয়ের চেয়ে বেশি ভার বহন করতে হয়—জীবনের কঠিন বাস্তবতা। এই দিনটি তাদের জন্য এক বিশেষ দিন হোক, যেখানে তাদের মুখে হাসি ফোটাতে পারে এক ফোটা ভালোবাসা। তাদের অসীম সংগ্রাম, নিরলস পরিশ্রম, এবং অবর্ণনীয় দুঃখের মাঝে, ভালোবাসার একটি আলোকিত দীপ হয়ে উঠুক। আমাদের ভালোবাসা তাদের পাশে থাকুক, তাদের জীবনে কিছুটা শান্তি, সান্ত্বনা, এবং আশার আলো নিয়ে আসুক। ১৪ ফেব্রুয়ারী এই দিনটি শুধু পৃথিবীকে ভালোবাসার নয়, বরং তাদের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসারও দিন। বান্দরবানের তরুন এনজিও কর্মী
সাঅং সিং মারমা, উসাইমং মারমা,চিংথোয়াইউ মারমা, মংহ্লাসিং মারমা, মংক্যপ্রু মারমা,মংএনু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
সাঅংসিং মারমা সাংবাদিকদের জানান, আমাদের ৬ জনের ফেসবুক আয়ের থেকে কিছু অংশ জমানো ছিল তা দিয়ে প্রান্তিক জনগৌষ্ঠী পথ শিশুদের পোষাক ক্রয় করে প্রতি বছর ন্যায়  এ দিনের ছোট ছোট ভালোবাসা দুর্গম পাহাড়ে রেমাইক্রি ইউনিয়নে প্রন্তিক জনগোষ্ঠীদের মাঝে ভালোবাসার উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow