থানচিতে ভূমিসেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Jun 9, 2024 - 16:19
 0  2
থানচিতে ভূমিসেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

বান্দরবানের থানচি উপজেলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনের এ কর্মসূচি। এবারের প্রতিপাদ্য হচ্ছে 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।' শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। 

৮ জুন শনিবার থেকে ১৪ জুন শুক্রবার পর্যন্ত দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। ৮টি বিভাগে বিশেষভাবে প্রস্তুত ৮টি গাড়ি ভ্রাম্যমাণ স্মার্ট ভূমি সেবা প্রদান করবে। ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ মামুন।  তিনি বলেন, সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে। 
 ভূমি কর্মকর্তা জানান,উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বা আটকে থাকা ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সেবা দেয়ার সময় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে শিথিলতা বা কোনো ধরনের অবহেলা, উদাসীনতা লক্ষ করা গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। ভূমিসেবা সপ্তাহ এক আলোচনা সভায়  উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সেবা প্রত্যাশীগণ স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow