থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাউচিং মারমার ঘর পুড়ে ছাই

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবান।
Mar 14, 2025 - 13:59
 0  123
থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাউচিং মারমার ঘর পুড়ে ছাই

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দুর্গম ক্যচু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাউচিং মারমা (৩২)-এর মাঁচান ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা জানান, ঘরের বিভিন্ন মালামাল, ধান, চালসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, গ্রামে ১২০ পরিবারের সক্রিয় উপস্থিতির কারণে দ্রুত বালির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যার ফলে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়তে পারেনি।

এর আগে, ১৮ সেপ্টেম্বর ২০২৪ একই সময়ে বিধবা খ্যাইংহ্লাচিং মারমার (৬২) ঘরসহ তিনটি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে যায়। মাত্র সাত মাসের ব্যবধানে পুনরায় একই ধরনের ঘটনা ঘটায় আগুন ব্যবহারে অসতর্কতাকে দায়ী করেছেন ওয়ার্ড মেম্বার।

বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, ওয়ার্ড মেম্বারের মাধ্যমে তিনি অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, "শুকনো মৌসুমে আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু কিছু বাড়ির মালিকদের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে আমি অবহিত করেছি।"

উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা রহিদুল রহমান মৃদা জানান, দুর্গম এলাকায় সড়ক যোগাযোগের সুবিধা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow