থানচিতে মারমা নববর্ষ উৎসবে ভলিবল টুর্নামেন্টে রেমাক্রীখুম একাদশ চ্যাম্পিয়ন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Apr 9, 2025 - 22:01
 0  23
থানচিতে মারমা নববর্ষ উৎসবে ভলিবল টুর্নামেন্টে রেমাক্রীখুম একাদশ চ্যাম্পিয়ন

বান্দরবানের থানচি উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহা সাংগ্রাই ও নববর্ষ উৎসব উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রেমাক্রীখুম একাদশ। রানার্স আপ হয়েছে ডেঞ্জার্স ইলেভেন একাদশ।

বুধবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় থানচি কলেজ মাঠে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মেমংসিং মারমার সঞ্চালনায় এবং হ্লামংউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, শিক্ষক চমংপ্রু মারমা, সমাজপতি নুমংপ্রু মারমা, শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা এবং সাবেক উদযাপন কমিটির সভাপতি খেমংথুই মারমা প্রমুখ।

"ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন বজায় রেখে মৈত্রী শুভেচ্ছা বিনিময় হোক"—এই প্রতিপাদ্য সামনে রেখে গত ১ এপ্রিল শুরু হয় এ টুর্নামেন্ট। এবারের আয়োজনে অংশ নেয় থানচি উপজেলার ১২টি দল। প্রথমবারের মতো এ ধরনের আয়োজন ক্রীড়াপ্রেমীদের মাঝে মিলনমেলায় রূপ নেয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডেঞ্জার্স ইলেভেন একাদশকে হারিয়ে রেমাক্রীখুম একাদশ বিজয়ের মুকুট অর্জন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow