থানচিতে যুব নেতৃত্ব বিকাশে ‘আস্থার দীপ্তি, তারুণ্যের শক্তি’ প্রচারাভিযান

তৃণমূল পর্যায়ে যুব নেতৃত্বের বিকাশ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলায় ‘আস্থার দীপ্তি, তারুণ্যের শক্তি’ শীর্ষক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকাল ৪টায় ছাংদাক পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে স্থানীয় এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর আয়োজনে এবং উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের ‘আস্থা প্রকল্প’-এর সহযোগিতায় এ প্রচারাভিযান পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় মারমা ভাষায় নাটিকা ও নৃত্য পরিবেশিত হয়, পাশাপাশি পাহাড়ি ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাউস-এর মাঠ কর্মকর্তা মংথোয়াইসিং মারমা। প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ও ইয়ুথ গ্রুপের পরামর্শক মংবোওয়াংচিং মারমা (অনুপম)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—উপজেলা ইয়ুথ গ্রুপের পরামর্শক ও এনজিও কর্মী চিংথোয়াইপ্রু মারমা, গ্রাউস-এর প্রশিক্ষণ কর্মকর্তা অন্তরা তঞ্চঙ্গ্যা, ছাংদাক পাড়া গ্রামের মুরুব্বি পাইমংথুই মারমা ও মংসিংথোয়াই মারমা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রচারাভিযানে শতাধিক নর-নারী ও ইয়ুথ গ্রুপের কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, "শিক্ষিত যুবসমাজই পারবে সম্প্রদায়গত সম্প্রীতি রক্ষা করে সন্ত্রাসমুক্ত, সহনশীল ও অহিংস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো যুবদের প্রতি আস্থা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।"
গ্রাউস-এর আস্থা প্রকল্পের কর্মকর্তারা জানান, "সমাজের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে যুবদের নেতৃত্ব বিকাশ এবং বয়স্কদের সঙ্গে যুবদের মেলবন্ধন তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই এই প্রচারাভিযানের মূল লক্ষ্য।"
তারা আরও জানান, "জাতীয় যুবনীতি-২০১৭-এর আলোকে তৃণমূল পর্যায়ের প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষদের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা ইয়ুথ গ্রুপ ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে ৩০ জন সদস্য নিয়ে দেড় বছর ধরে নিরলসভাবে কাজ করছে।"
What's Your Reaction?






