থানচিতে শীতকালীন সবজি বীজ, সার পেল ২৭০ কৃষক
বান্দরবানের থানচি উপজেলার ৪টি ইউনিয়নের ২৭০ জন কৃষককের হাতে কৃষি প্রণোদনার নানা ধরনে বীজ তুলে দিল উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যৌথ আয়োজনে মঙ্গলবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের প্রাঙ্গনে
২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের ভূট্টা,সরিষা,
সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, অড়হড় ও ফেলন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় বিনামূল্য বীজ ও সার বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছরে প্রদর্শনী হিসেবে ২৭০ জন কৃষকদের মধ্যে ভূট্টা হাইব্রীট চাষী, ২০ জন কৃষক প্রতিজনকে ভূট্টা বীজ ২ কেজি,ডিএপি ও এমওপি সার ৩০ কেজি বিতরণ করা হয়। সরিষার উফশী চাষী ৭০ জন প্রতিজনকে সরিষা বীজ ১ কেজি, ২০ কেজি সার,সূর্যমূখী হাইব্রীট চাষী ১০ জন প্রতিজনকে সূর্যমূখী বীজ ১ কেজি,২০ কেজি সার,চীনাবাদাম উফশী চাষী ১০০ জনের প্রতিজনকে চীনাবাদাম বীজ ১০ কেজি ও ১৫ কেজি সার,শীতকালীণ উফশী পেয়াজ ১০ জন চাষী প্রতিজনকে পেয়াজ বীজ ১০ কেজি,২০ কেজি সার,ফেলন উফশী চাষী ৩০ জন প্রতিজনকে ফেলন ০৭ কেজি ও ১৫ কেজি সার,অড়হড় উফশী চাষী ৩০জন প্রতিজনকে অড়হড় বীজ ০২ কেজি ও ১০ কেজি সার বিতরণ করা হয়।
বিতরনে সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মকর্তা পিআইও মসফিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্তসহ উপ- সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?