থানচিতে ৪,২৭৭ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 13, 2025 - 18:00
 0  5
থানচিতে ৪,২৭৭ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

বান্দরবানের থানচি উপজেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় মোট ৪,২৭৭ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত এক অভিহিতকরণ সভায় এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন এবং ব্র্যাক থানচি শাখার ব্যবস্থাপক প্রিয়লাল চাকমা।

এ বছর থানচির চারটি ইউনিয়নে মোট ৪,২৭৭ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে, যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৬২৬ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ৩,৬৫১ জন শিশু রয়েছে। সভায় বক্তারা অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভিটামিন 'এ' ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ, এটি কোনো শিশুর ক্ষতি করে না। তবে, যদি কোনো শিশু ২-৪ মাসের মধ্যে ইতোমধ্যে ভিটামিন 'এ' ক্যাপসুল গ্রহণ করে থাকে, তবে তাকে পুনরায় দেওয়া যাবে না। শিশুটি যদি অসুস্থ থাকে, তবে মায়ের কাছ থেকে জেনে নিশ্চিত হতে হবে। ক্যাপসুল খাওয়ানোর সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ আগামী ১৫ মার্চ থেকে প্রতিটি কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা দেন। তিনি বলেন, শিশুর অপুষ্টি রোধ, রাতকানা রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন 'এ' অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ে সকল অভিভাবককে তাদের শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow