দক্ষিণ সোনারং এলাকার মাস্টার বাড়ীর মাটির কাঁচা রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর
মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার সোনারং টংগীবাড়ী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনারং এলাকার মাস্টার বাড়ীর মাটির কাঁচা রাস্তাটি দিয়ে যাতায়াত ভোগান্তিতে রয়েছে এলাকাবাসীরা। রাস্তাটির উভয় পাশে অগণিত আবাদি জমি রয়েছে। আলু, মিষ্টি কুমড়া, ডাটা, লাউ, লাল শাক, পুই শাক সহ বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়ে থাকে এলাকাটিতে। জমিতে উৎপাদিত এইসব খাদ্য শষ্য উত্তোলন করে, আঁটি বেঁধে, টুকরীতে সাজিয়ে,মাথায় তুলে, পায়ে হেঁটে প্রায় আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত প্রধান রাস্তায় এসে, ভ্যানগাড়ী, রিকসা, অটোরিকশায় চরে জমিতে উৎপাদিত এইসব খাদ্য শস্য টংগীবাড়ী বাজার, বেতকা বাজার সহ বিভিন্ন হাট বাজারে বিক্রি করতে নিতে হয়। মাটির সরু কাঁচা রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। বৃষ্টির দিনে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায়, তখন রাস্তাটি দিয়ে চলাচল করা খুব বেশি কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে জমিতে উৎপাদিত শাকসবজি ফলমূল টুকরিতে করে মাথায় তুলে মাটির কাঁচা রাস্তা দিয়ে খালি পায়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাটিতে তুলনামূলক জনবসতি কম হলেও, তারা সবাই কৃষিজীবী। ভুক্তভোগী এলাকাবাসীরা রাস্তাটি প্রধান রাস্তার সমান্তরাল করে উঁচু করে,আরো প্রশস্ত করে আরসিসি ঢালাই দিয়ে সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় বেতকা - টংগীবাড়ী প্রধান রাস্তার সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে সোনারং ব্রিজে উঠার আগে পূর্ব দিক দিয়ে সোজা কমলাঘাট মিরকাদিম আব্দুল্লাপুর হাসকিরা টংগীবাড়ী খালের মুখে গিয়ে শেষ হয়েছে এই রাস্তাটি। রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী। রাস্তাটি দিয়ে দৈনিক দক্ষিণ সোনারং এলাকাবাসীরা যাতায়াত করে থাকেন। দক্ষিণ সোনারং এলাকায় যাতায়াতের জন্য এটি একমাত্র রাস্তা বটে। রাস্তাটি সংস্কার করা খুব জরুরি। রাস্তাটি সংস্কারের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা হলে তারা বলেন রাস্তাটি সংস্কারের জন্যে বরাদ্দ চেয়ে আবেদন দেয়া আছে। স্থানীয় কৃষকরা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?