দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আত্রাইয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন 

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
Sep 26, 2024 - 18:28
 0  6
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আত্রাইয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন 

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ আত্রাই উপজেলার কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক’রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে বেতন পান। তাদের দেয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা। উপজেলার পাতাইঝড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকের হোসেনের সঞ্চালনায় দাবি আদায়ের পক্ষে

বক্তব্যে সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম দুলাল বলেন, ‘যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে আগেই আমরা ১০ম গ্রেড পেয়ে যেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 

দ্বীপ মোহাম্মাদ নামের আরও একজন সহকারী শিক্ষক বলেন, ‘উপসহকারী পুলিশ কর্মকর্তা, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, ডিপ্লোমা পাস করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনার্স মাস্টার্স পাশ করে শিক্ষকতা করেও ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত। আমাদের অধিকার আদায়ে এক দফা দাবিতে আজকে মানববন্ধন করছি। আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 

এ সময়ময় ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম মোর্তাজা লিটন, মিনাজ উদ্দিন,মো. আমিনুল ইসলাম, মোছা.শাম্মী আক্তার শাপলা প্রমুখ। 

উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা প্রায় ২ শতাধিক সহকারী শিক্ষক’রা দাবি আদায়ের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রী. পবিত্র কুমার প্রমাণিক (এটিও) ও তারিক ইকবাল (এটিও)। উনারাও মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow