দিনদুপুরে ভ্যানচালককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

রাজশাহীর পুঠিয়ায় এক ভ্যানচালককে কুপিয়ে আহত করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাঁওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত ভ্যানচালকের নাম আলম আলী (৩০)। তিনি ওই এলাকার মো. আলমগীরের ছেলে। ঘটনার সময় তিনি নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় হেলমেট পরিহিত তিন যুবক মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র দিয়ে আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত আলম আলীর দুই পা, দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ঘটনার পর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহত আলম আলী বলেন, “আমি হাঁটছিলাম, হঠাৎ পেছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে আমাকে ডাক দেয় তারা। কাছে যেতেই আমাকে চাপাতি দিয়ে আঘাত করতে শুরু করে এবং মাথায় আঘাত করে ফেলে দেয়। এরপর আমার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। তারা তিনজনই হেলমেট পরা ছিল।”
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






