নতুন বছরের প্রথম দিনে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর ডিআর হাই স্কুল মাঠে মুরাদনগর এর মাটি ও মানুষের নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, পাঁচবারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি'র সম্মানিত ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগর বাসির পক্ষ থেকে এক বিশাল জনসভা ও দোয়ার করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পরে প্রবাস থেকে বাংলাদেশে ফিরেছেন। তার স্বদেশে প্রত্যাবর্তনকে ঘিরে তার নিজ এলাকার নেতাকর্মীদের মাঝে প্রবল আনন্দ বিরাজমান। তারই ধারাবাহিকতায় তারা মুরাদনগরের অভিভাবক আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাকে স্বাগত জানাতে এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগর বিএনপির পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
উক্ত আয়োজন যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সেজন্য মুরাদনগর বিএনপির সিনিয়র নেতা ও মুরাদনগর বিএনপির সদস্য সচিব মোল্লা মোঃ মজিবুল হক আজ দুপুরে উপজেলার মুরাদনগর ডিএল হাই স্কুল মাঠ পরিদর্শন করেন। এসময় তার সাথে মুরাদনগর বিএনপির বহু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
এসময় মোল্লা মোঃ মজিবুল হক তার নেতাকর্মীদের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করতে বলেন। তিনি বলেন," আগামীকাল ১ জানুয়ারি ২০২৫, এটি মুরাদনগরের এলাকাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটির অপেক্ষায় মুরাদনগরবাসী দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অপেক্ষা করে আসছে। মুরাদনগরের মানুষের ঐদিন হবে মিলন মেলা। ঐদিন মুরাদনগরের মানুষ তাদের প্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে দেখে তাদের প্রান জুরাবে। আজ মুরাদনগরের আকাশে বাতাসে ঈদের আনন্দ।"
অনুষ্ঠান যেন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেই আশা ব্যক্ত রাখেন তিনি।