দুই শতকের ইতিহাসের সাক্ষী ছতরপুর শাহী ঈদগাহ মসজিদ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Mar 17, 2025 - 16:57
 0  4
দুই শতকের ইতিহাসের সাক্ষী ছতরপুর শাহী ঈদগাহ মসজিদ

সময়ের পরিক্রমায় অনেক কিছুই বদলে যায়, কিন্তু কিছু স্থাপনা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে যুগের পর যুগ। তেমনই এক নীরব সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর শাহী ঈদগাহ মসজিদ। প্রায় ২০০ বছর পুরোনো এই মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, এটি ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। তিনটি গম্বুজ ও চমৎকার কারুকাজে নির্মিত এই মসজিদটি স্থানীয়দের কাছে "গোলাপি মসজিদ" নামেও পরিচিত।

মসজিদের প্রকৃত নির্মাণ সাল জানা না গেলেও ১৮৭৬ সালের ব্রিটিশ ম্যাপে এর অবস্থান চিহ্নিত রয়েছে। ধারণা করা হয়, ব্রিটিশ আমলে মসজিদটি নির্মাণের জন্য একটি বিশেষ ইটভাটা স্থাপন করা হয়েছিল, যেখানে বিশেষ আকৃতির ইট তৈরি করে মসজিদটি গড়ে তোলা হয়।

মসজিদের তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি বড়, আর পাশের দুটি তুলনামূলকভাবে ছোট। গোলাপি রঙের এই মসজিদের দেয়াল প্রায় তিন ফুট পুরু। মসজিদের পাশেই রয়েছে ওজুখানা ও ইমাম সাহেবের থাকার ব্যবস্থা। সামনে বিশাল ঈদগাহ মাঠ, যেখানে তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।

প্রতিদিন শতাধিক মুসল্লি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। বিশেষত, শুক্রবারের জুমা ও রমজান মাসের তারাবির নামাজে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের অনেক সময় ঈদগাহ মাঠে নামাজ পড়তে হয়।

এক মুসল্লি জানান, "এই ধরনের গম্বুজওয়ালা মসজিদ এখন সচরাচর দেখা যায় না। এখানে নামাজ পড়ে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়।"

মসজিদের দীর্ঘদিনের ইমাম হাফেজ সিরাজুল ইসলাম বলেন, "আমি ২১ বছর ধরে এখানে ইমামতি করছি। মুসল্লিরা আন্তরিক, কিন্তু অর্থের অভাবে আমরা মসজিদের সংস্কার কাজ করতে পারছি না। সরকার ও দানশীল ব্যক্তিদের সাহায্য প্রয়োজন।"

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুল হক চৌধুরী জানান, "এটি বিজয়নগরের অন্যতম পুরাতন স্থাপত্য। প্রতিদিন বহু মানুষ এখানে আসে এবং এর ইতিহাস জানতে চায়। আমরা সরকারি অনুদানের অপেক্ষায় আছি, যেন মসজিদটির যথাযথ সংরক্ষণ করা যায়।"

২০০ বছরের পুরনো এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এটি আরও বহু বছর ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকবে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow