দুর্গম পাহাড়ে আন্তপাড়া ফুটবল টুর্নামেন্ট শুরু
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে বিভিন্ন ভাষাভাষি সম্প্রদায়ের ১০ গ্রাম মিলে শান্তি সম্প্রিতি আন্ত:পাড়া ফুটবল টুনার্মেন্ট শুভ উদ্বোধন হয়েছে। রবিবার ৫ জানুয়ারী সকালের দুলিচরণ পাড়া মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের জোন উপ-অধিনায়ক প্রধান অতিথি আনোয়ারুল হোসেন পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাকলাইপাড়া সাব জোন আয়োজনের টুনার্মেন্টে ১০গ্রামে ১০টি দল অংশগ্রহন করেন। অংশগ্রহণকারী দলের সকল খেলোয়ারদের একটি করে জার্সি ও প্রতি দলের একটি করে ফুটবল হাতে তুলে দেয়ার হয়।
উদ্বোধনী খেলায় বাসিরাম ত্রিপুরা পাড়া একাদশ দুলাচরণ ম্রো পাড়া একাদশের মধ্যে খেলা হয়।
টুনার্মেন্টের বাকলাই বম পাড়া, প্রাতা বম পাড়া, কুংহ্লা ম্রো পাড়া, কাইথং ম্রো পাড়া, সিত্লাংপি বম পাড়া, শেরকর বম পাড়া, নয়াচরণ ত্রিপুরা পাড়া, বল্লম খিয়াং পাড়া একাদশ অংশ গ্রহন করেন।
টুনার্মেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাকলাই সাবজোনের কমান্ডার মেজর আরাফাত রোকনী। থানচি সদরের চেয়ারম্যান অং প্রো ম্নো, মেম্বার জীবন ত্রিপুরা, কোয়ালখার বম।
এছাড়াও বাকলাই সাবজোনের অফিসার, জেসিও, সেনা সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারুল হোসেন বলেন, খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়াড়। খেলাধুলার মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে, সকলকে একযোগে কাজ করে ফুটবল খেলা কে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে গ্রাম গঞ্জে মাঠে-ঘাটে খেলাধুলা বিষয়টি বিলুপ্তির পথে। যে বয়সে তরুণ প্রজন্মদের মাঠে থাকার কথা সে বয়সে তারা অন্যথায় অপ্রয়োজনে সময় নষ্ট করে বিপথগামী হচ্ছে। খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে।
What's Your Reaction?