দূর্গাপুরে গৃহবধূকে নির্মম নির্যাতন, মুখে বিষ ঢেলে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে আফরিন আকতার বৃষ্টি (২২) নামের এক গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে তার শ্বশুর ও ননদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আনোলিয়া এলাকা থেকে র্যাব-৫ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
পুলিশ জানায়, আনোলিয়া গ্রামের শাহিনুর আলীর সঙ্গে দুই বছর আগে আফরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী শাহিনুর আলী তাকে নিয়মিত নির্যাতন করতেন।
গত শুক্রবার এ নির্যাতন চরম আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী, আফরিনকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে নিহতের শ্বশুর আব্দুল জলিল (৫০) ও ননদ শ্যামলী আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, অভিযুক্তদের সোমবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই নৃশংস ঘটনায় আবারও স্পষ্ট হলো পারিবারিক নির্যাতনের ভয়াবহতা। সমাজকে এ ধরনের সহিংসতা প্রতিরোধে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
What's Your Reaction?






