দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাজ্জাদ আহমেদ,খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি
Mar 27, 2025 - 16:05
 0  3
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া খোকসা উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬শে মার্চ) বিকাল ৬ ঘটিকার সময় খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র প্রার্থী সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক  নাফিজ আহমেদ খান রাজু।

উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাসেম আলী, আশরাফুল আলীম।
বিএনপি নেতা ফারুক হোসেন,কাজী এনামুল হোসেন ডলার।বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই মাহফিলে অংশগ্রহণ করেন।

নাফিজ আহমেদ খান রাজু বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বিএনপির আদর্শ রক্ষায় সবাইকে আরও সক্রিয় হতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একসঙ্গে কাজ করতে হবে।”

বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সমগ্র জাতির কল্যাণ ও দেশের শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে আগত অতিথি, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow