দেশব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত।
এ কর্মসূচির আওতায় সারাদেশে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী প্রায় ১ কোটি ৯৩ লাখ শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
দেশব্যাপী প্রায় ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে ২ লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী এ কর্মসূচিতে নিয়োজিত রয়েছেন।
What's Your Reaction?






