দেড় শতাধিক গরীব-দুঃস্থদের ফল খাওয়ালো 'ইচ্ছেপুরণ'

সাখাওয়াত সুজন,পীরগাছা(রংপুর)প্রতিনিধি:
Jan 24, 2025 - 23:02
Jan 24, 2025 - 23:03
 0  2
দেড় শতাধিক গরীব-দুঃস্থদের ফল খাওয়ালো 'ইচ্ছেপুরণ'

সারি সারি প্লেটে সাজানো আপেল, আঙ্গুর, কমলা, পেয়ারা, খেঁজুরসহ নানা ধরনের ফল। তবে এই আয়োজন কোনো অতিথিদের জন্য নয়, এটি সমাজের গরীব ও দুঃস্থদের জন্য। যারা প্রতিদিনের জীবনে ফল কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না, তাদের জন্য আয়োজনটি করেছে 'ইচ্ছেপূরণ' নামে একটি সামাজিক সংগঠন।  

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগাছার অনন্তরাম আমবাড়ী গ্রামে প্রায় দেড় শতাধিক গরীব-দুঃস্থ মানুষকে ফল খাওয়ানোর আয়োজন করে সংগঠনটি। এ সময় হাজেরা বেগম, বানেছা বেগম, কছির উদ্দিন, মজিদসহ উপস্থিত অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, শেষ কবে ফল কিনে খেয়েছি, তা আমরা মনে করতে পারি না। আজ এই তরুণদের উদ্যোগে এত রকম ফল খেয়ে খুব ভালো লাগছে। তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন। বৃদ্ধা রহিমা বেগম বলেন, আমার ছোট একটা নাতনী আছে। তাকে কোনো দিন ফল কিনে খাওয়াতে পারিনি। কারণ সংসারে আয় করার মতো কেউ নেই। আজ এই উদ্যোগের কারণে আমার নাতনীটা ফল খেতে পারল। আমি খুব খুশি।সংগঠনটির সভাপতি খুরশীদ আলম বলেন, গরীব-দুঃস্থদের পক্ষে ফল কিনে খাওয়া সম্ভব হয়না। তাই তাদের একদিন ফল খাওয়ানোর জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজ চালিয়ে যাব।

‘ইচ্ছেপূরণ’ সংগঠনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকার সর্বস্তরের মানুষের কাছে। এ ধরনের উদ্যোগ দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দৃষ্টান্ত স্থাপন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow