দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ‌ ঝিলটুলী বয়েজ ও দি শ্যাডো একাদশের জয়লাভ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 21, 2024 - 18:06
 0  11
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ‌ ঝিলটুলী বয়েজ ও দি শ্যাডো একাদশের জয়লাভ

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় ‌ঝিলটুলি বয়েজ ক্লাব এসএম নুরুন্নবী স্মৃতি সংসদ কে ৫৭ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ঝিলটুলি বয়েজ ১৬০ রান সংগ্রহ করে। জবাবে এসএম নুরুন্নবী স্মৃতি সংসদ ১০৩ রানে অলআউট হয়।

দিনের দ্বিতীয় খেলায় দি শ্যাডো একাদশ ৮ উইকেটে দুরন্ত বয়েজ ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ‌ দুরন্ত বয়েজ ক্লাব ‌ ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ২ উইকেট হারিয়ে দি শ্যাডো একাদশ ১৬৯ রান সংগ্রহ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow