দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে দক্ষিণ ঝিলটুলি একাদশ চ্যাম্পিয়ন,রানার আপ বন্ধন স্পোর্টিং ক্লাব
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ ঝিলটুলি ক্রিকেট ক্লাব। প্রতিযোগিতার রানারআপ হয়েছে বন্ধন স্পোর্টিং ক্লাব। বুধবার সকালে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ ঝিলটুলি ক্রিকেট ক্লাব ৩০ রানে বন্ধন স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ ঝিলটুলি ক্রিকেট ক্লাব ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে বন্ধন স্পোর্টিং ক্লাব ১২৭ সনে অলআউট হয়। এদিকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ফাইনাল খেলার সুবাদে এই দুই দল আগামী বছর সরাসরি প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলার সুযোগ লাভ করবে।
What's Your Reaction?