ধর্ষণ ও হত্যার মামলার আসামি মমরেজ খালাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 25, 2025 - 21:22
 0  4
ধর্ষণ ও হত্যার মামলার আসামি মমরেজ খালাসী গ্রেফতার

ফরিদপুরে ধর্ষণের পর হত্যার মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মমরেজ খালাসীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিম (৩৬) বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হলে আসামি মমরেজ খালাসী তাকে ফুসলিয়ে নতুন বসতবাড়ির দক্ষিণ পাশে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের পর মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করে সে।

ঘটনার পরদিন (২০ এপ্রিল) ভিকটিমের মেয়ে বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(২) ধারায় একটি মামলা (নম্বর-০৩) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর কাছে সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র পাঠান। সেই অনুযায়ী র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মমরেজ খালাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মমরেজ খালাসী ফরিদপুর জেলার সদরপুর থানার খালাসীডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত লাল মিয়া খালাসী।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর আসামিকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow