ধর্ষণচেষ্টা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার অভিযোগ

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 25, 2025 - 15:58
 0  3
ধর্ষণচেষ্টা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণচেষ্টা মামলার বাদী এক নারী তার ও পরিবারের সদস্যদের ওপর নিরবচ্ছিন্ন হুমকি ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বোয়ালমারী বাজারস্থ একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেই এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী জানান, উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের বাসিন্দা ও তিন সন্তানের জননী তিনি। দীর্ঘদিন ধরে একই গ্রামের মো. মোশারফ মোল্যার ছেলে মো. আকাশ মোল্যা (২৬) তাকে উত্যক্ত করে আসছিল এবং কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিল। বিষয়টি আকাশের বাবা-মাকে জানানো হলেও তারা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেননি।

তিনি আরও জানান, গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে ওঁত পেতে থাকা আকাশ মোল্যা তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে আকাশ পালিয়ে যায় এবং যাওয়ার সময় তিন সন্তানকে হত্যার হুমকি দেয়।

পরদিন (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আকাশ ও তার বাবা-মা ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে হামলা চালায়। এ সময় লাঠিপেটা করে পরিবারের সদস্যদের আহত করে তারা। পরবর্তীতে তিনি ও তার শ্বাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

এই ঘটনায় গত ১৫ এপ্রিল বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৪)(খ)/১০ ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে ১৯ এপ্রিল তার স্বামীও অভিযুক্ত আকাশ মোল্যা, তার বাবা মোশারফ মোল্যা, মা চম্পা বেগম এবং এক সহযোগী আল আমিন মোল্যার নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলা ও ডায়েরির পর থেকেই অভিযুক্তরা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সর্বশেষ ২৪ এপ্রিল তারা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে একটি মানববন্ধন করে, যা তাকে ও তার পরিবারকে আরও হুমকির মুখে ফেলে দিয়েছে।

তিনি প্রশাসনের কাছে পরিবারসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow