ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Mar 11, 2025 - 13:22
 0  4
ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে ছাত্রদল নেতা-কর্মীরা বলেন, "ধর্ষণের বিচারহীনতার কারণে এই ধরনের অপরাধ বেড়ে চলেছে। দ্রুত বিচার নিশ্চিত না করলে সমাজে এমন ঘটনা আরও বাড়বে।"

সমাবেশে সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, "আছিয়াসহ সকল ধর্ষিতার ন্যায়বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানাই—১৫ দিনের মধ্যে আছিয়ার ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।"

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "আজ পর্যন্ত কোনো ধর্ষণেরই সুষ্ঠু বিচার হয়নি, তাই অপরাধীরা নির্ভয়ে একই কাজ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার দ্রুত বিচার চাই। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।"

বক্তারা বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow