ধামইরহাটে ছাগল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ছাগলের ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল হোসেন বড়থা বাজার থেকে ব্যবসা শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাকিলা বেগম বলেন, “প্রতিদিনের মতো সেদিনও বাজার শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। রাত ১০টার দিকে খবর পাই, উজ্জলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি তিনি আর নেই।” এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, “ঘটনার পরপরই প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর হোসেন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
What's Your Reaction?






