নওগাঁর আত্রাইয়ে তিল চাষে কৃষকদের স্বপ্ন ফের জেগেছে

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 29, 2025 - 20:07
 0  2
নওগাঁর আত্রাইয়ে তিল চাষে কৃষকদের স্বপ্ন ফের জেগেছে

নওগাঁর আত্রাই উপজেলায় তিল চাষে নতুন করে আগ্রহ দেখাতে শুরু করেছেন কৃষকরা। এক সময় এ অঞ্চলে ব্যাপক হারে তিল চাষ হলেও নানা কারণে কৃষকরা এই ফসল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ফের তিল চাষে ফিরছেন কৃষকরা, যা তিল চাষে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাইয়ের ৮টি ইউনিয়নে প্রায় ৫ হেক্টর জমিতে তিলের চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। কম খরচ ও কম পানিতে উৎপাদন সম্ভব হওয়ায় কৃষকরা আবারও তিল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

চকশিমলা গ্রামের কৃষক মো. আলমগীর হোসেন জানান, “তিল চাষে সেচ বা সার বাবদ তেমন খরচ হয় না, অথচ বাজারে ভালো দাম পাওয়া যায়। এ বছর আমি ২ বিঘা জমিতে তিল চাষ করেছি, ফলন ভালো হলে বেশ লাভ হবে বলেই আশা করছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “তিল শুধু অর্থকরী ফসল নয়, এটি মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়ক। কৃষকদের উন্নত বীজ সরবরাহ, প্রশিক্ষণ ও চাষাবাদে আধুনিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

তিনি আরও জানান, বাজারে তিলের স্থিতিশীল চাহিদা ও ভালো দামের কারণে কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী মৌসুমে তিল চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয় বাজারে তিলের বর্তমান মূল্য প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকার মধ্যে থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন। ব্যবসায়ীরা মনে করছেন, উৎপাদন বাড়াতে পারলে তিল রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে।

এদিকে আত্রাইয়ে তিল চাষের সফলতা দেখে পার্শ্ববর্তী উপজেলার কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, রোগবালাই কম হওয়ায় তিল চাষ একটি নিরাপদ ও লাভজনক বিকল্প। সরকারের কৃষিবান্ধব নীতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আত্রাই একটি মডেল উপজেলায় পরিণত হতে পারে বলেও তারা মত প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow