নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি বুদ্ধি প্রতিবন্ধী জহুরুলের

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 24, 2025 - 19:43
 0  12
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি বুদ্ধি প্রতিবন্ধী জহুরুলের

নওগাঁর আত্রাই উপজেলায় নিখোঁজের ১৫ দিন পার হলেও বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল ইসলামের (৩০) কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ছেলের খোঁজে শোকাতর বৃদ্ধা মা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।

জানা গেছে, উপজেলার পালশা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম গত ৮ মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজ জহুরুলের মা জহুরা বিবি গত ১৮ মার্চ আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (জিডি নম্বর-৭৯৪, তারিখ: ১৮/৩/২০২৫)।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন বলেন, "নিখোঁজ ব্যক্তির বিষয়ে আমরা বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি এবং সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছি।"

নিখোঁজ জহুরুলের পরিবার দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow