নওগাঁর আত্রাইয়ে ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় চরম দুর্ভোগ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 23, 2025 - 13:32
 0  4
নওগাঁর আত্রাইয়ে ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় চরম দুর্ভোগ

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া থেকে হুলিখালী সুইচগেট পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল দশার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ফকিন্নি নদীর বন্যা প্রতিরোধে বেরি বাঁধ নির্মাণ করেছিল। বর্তমানে সেটিই এলাকাবাসীর চলাচলের প্রধান রাস্তা। কিন্তু দীর্ঘদিনেও এটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল করা কঠিন হয়ে পড়ে। রাস্তার পূর্ব পার্শ্বে বিলসতীবিলের বিস্তীর্ণ জমিতে কৃষকরা ফসল ফলালেও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত পণ্য বাজারে নিতে তাদের দ্বিগুণ খরচ গুনতে হয়।

হাটকালুপাড়া, হুলিখালি, মীরপুর, বাজারপাড়া, ফতেপুর, পারশিমলা, চকশিমলা, বড়শিমলা, সন্যাসবাড়ি ও বান্দাইখাড়া এলাকার কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। এলাকাটিতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও চলাচলের অযোগ্য রাস্তার কারণে শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

এলাকাবাসীরা জানান, জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কেউ আর তা বাস্তবায়নের উদ্যোগ নেননি।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, "আমরা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ কিছুই হয় না।"

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, "আমরা উপজেলা ও জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে দ্রুত রাস্তাটি পাকা করা জরুরি।"

হাটকালুপাড়া গ্রামবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, রাস্তাটি পাকা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্যাপক উন্নতি ঘটবে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow