নওগাঁর ঢাকা বাস কাউন্টারে ভ্রাম্যমাণ টিমের অভিযান

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 6, 2025 - 22:28
 0  6
নওগাঁর ঢাকা বাস কাউন্টারে ভ্রাম্যমাণ টিমের অভিযান

দীর্ঘ ঈদুল ফিতরের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নওগাঁবাসী। ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে ট্রেন ও বাস—উভয় মাধ্যমেই। প্রতি বছরের মতো এবারও ঈদের পর রাজধানীমুখী বাসযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠতে পারে এমন আশঙ্কায় আগেভাগেই মাঠে নেমেছে প্রশাসনের ভ্রাম্যমাণ টিম।

নওগাঁ সদর উপজেলা প্রশাসন জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি যেন কেউ আদায় করতে না পারে, সেজন্য নওগাঁ শহরের ঢাকা রুটের প্রতিটি বাস কাউন্টারে সরেজমিনে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে—অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, “প্রত্যেক যাত্রী যেন প্রতারণার শিকার না হয়ে নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেটা নিশ্চিত করতেই আমাদের এই নজরদারি। অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, ঈদের ছুটির পর তিনি ঢাকায় ফিরছেন। তবে আগেই বাসের অগ্রিম টিকিট কেটে রেখেছেন। তার মতে, বিখ্যাত বাস কোম্পানিগুলো নির্ধারিত ভাড়া রাখলেও লোকাল বাসগুলোর কিছু চালক ও কর্মচারী "সিট নেই" অজুহাতে যাত্রীদের চাপের সুযোগ নিয়ে বেশি ভাড়া আদায় করে থাকেন।

তিনি আরও বলেন, “প্রশাসনের তদারকি অব্যাহত থাকলে এই ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব।”

উপজেলা প্রশাসন জানায়, ঈদের পর যাত্রী চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন ঝটিকা অভিযান চলবে। কেউ প্রতারিত হলে প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও ইবনুল আবেদীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow