নওগাঁর তুলসীগঙ্গা নদীর ডোবা থেকে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার 

নওগাঁ জেলা প্রতিনিধি
Mar 23, 2024 - 20:20
 0  16
নওগাঁর তুলসীগঙ্গা নদীর ডোবা থেকে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার 

নওগাঁয় তুলসী গঙ্গা নদীর ডোবা থেকে বস্তাবন্দী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি ওই নদীর ডোবার কচুরিপানার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীর ডোবার কচুরিপানার ভিতর বস্তাবন্দী অজ্ঞাতনামা পুরুষ মানুষের মরদেহ পড়েছিল। মরদেহ এলাকার লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর। তিনি জানান, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর মরদেহটি অনেকদিন ধরে ডোবাই পড়ে ছিলো। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এছাড়া আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow