নওগাঁর নদীতে নতুন পানি নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকারিরা বেপরোয়া 

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Jun 11, 2024 - 12:05
 0  8
নওগাঁর নদীতে নতুন পানি নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকারিরা বেপরোয়া 

নওগাঁর আত্রাই নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে। আর এ সুযোগে মৎস্য নিধনে মেতে উঠেছে এক শ্রেণির অসাধু মাছ শিকারিরা। রিংজাল ও অন্যান্য নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে তারা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গত কয়েকদিনের বর্ষণে উজান থেকে পানি আসায় আত্রাই নদীতে পানি প্রবাহ শুরু হয়েছে। 

এই পানি প্রবাহের সাথে বিভিন্ন প্রজাতির মাছও নদীতে আসছে। এসব মাছের বিচরণ ক্ষেত্র বিস্তৃত হলে মাছের বংশ বৃদ্ধি পাবে। সেই সাথে এলাকায় মাছের চাহিদা পূরণ করে এসব মাছ বাইরের বিভিন্নস্থানে বাজারজাত করা সম্ভব। নদীতে এখন দেশি প্রজাতির টেংরা, পুঁটি, গুঁচি, মোলা, বোয়ালসহ বিভিন্ন জাতের ছোট বড় দেশীয় জাতের মাছ বিচরণ করছে। এদিকে নদীতে নতুন পানি আসার পরপরই অসাধু মৎস্য শিকারিরা মেতে উঠেছে মাছ শিকারে। বিশেষ করে নিষিদ্ধ রিংজাল দিয়ে চলছে অবাধে মাছ শিকার। এ রিংজাল থেকে রেহাই পাচ্ছে না ছোট মাছ এমনকি মাছের পোনা। 

আত্রাই মাছবাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক খান বলেন, নদীতে নতুন পানি আসায় প্রতিনিয়ত আমাদের বাজারে রিংজালের মাছ আসছে। এই মুহুর্তে মাছ নিধন বন্ধ করতে পারলে আগামীতে মাছের প্রজনন অনেক বৃদ্ধি পাবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, নদীতে কেউ যাতে রিংজাল ব্যবহার করে মাছ শিকার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে। ইতোমধ্যেই বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিংজাল জব্দ করেছি। বিস্তীর্ণ উপজেলা জুড়ে একার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য জনসচেতনতা প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow