নওগাঁর পোরশায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর পোরশা উপজেলায় ঘটিত ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। জরিমানা না দিলে বিনাশ্রমে ৬ মাস ও সশ্রমে আরও ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
অপরাধপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন হলেন সুরানন্দ গ্রামের সাকিল ও অপরজন আলাদিপুর গ্রামের আব্দুল আলীম। রায়ের সময় তারা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে সাকিল ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমবাগানের একটি ঘরে নিয়ে যায়। সেখানে সাকিল ও আব্দুল আলীম মিলে তাকে ধর্ষণ করে। পরে শিকার নিজেই পুলিশে অভিযোগ করলে ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশ প্রমাণ পেয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
রায়দানের সময় আদালত ১০ জন সাক্ষীর বক্তব্য ও প্রমাণ বিবেচনায় নেয়। এ সময় বিচারক জরিমানার টাকা ধর্ষণকাণ্ডের শিকার কিশোরীকে দেওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম ঘটনার ন্যায়বিচার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে আসামি পক্ষ জানিয়েছে, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
What's Your Reaction?






