নওগাঁর মহাদেবপুরে মন্দির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে দিনে-দুপুরে একটি মন্দিরে হামলা চালিয়ে শিবমূর্তি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘাসিয়াড়া সার্বজনীন শিব ও দুর্গা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, তার দানকৃত জমিতে প্রতিষ্ঠিত এই মন্দিরে দীর্ঘদিন ধরে পূজা-অর্চনা চলে আসছে। চার মাস আগে তিনি ওই জমিতে ২২৫টি মেহগনি গাছ কাটেন এবং কাঠগুলো বিক্রির জন্য মন্দিরের পাশে স্তুপাকারে সংরক্ষণ করেন।
অভিযোগ অনুযায়ী, ঈশ্বর লক্ষীপুর গ্রামের একে ফজলুর রহমান বুলেট, বিনোদপুর গ্রামের আমজাদ মেম্বার, ঘাসিয়াড়া গ্রামের গৌর চন্দ্র মণ্ডল ও নাসির উদ্দীনের নেতৃত্বে প্রায় ২০০ জন লাঠিয়াল বাহিনী ৪০টি ভুটভুটি নিয়ে এসে হামলা চালায়। এ সময় তারা মন্দিরে ভাঙচুর করে এবং প্রায় ২০ লাখ টাকার কাঠ লুট করে নিয়ে যায়।
তবে অভিযুক্ত একে ফজলুর রহমান বুলেট মন্দির ও মূর্তি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কাঠগুলো তাদের জমি থেকে কাটা হয়েছিল এবং শুক্রবার তারা তা নিতে গিয়েছিলেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা জানান, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটির সভাপতিকে আইনি সহায়তার জন্য মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
What's Your Reaction?






