নওগাঁর রাণীনগরে বাড়ির উঠানে বজ্রপাত, ১ যুবকের মৃত্যু,আহত-২
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বজ্রপাতে তিনি নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন ওই গ্ৰামের সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, গ্রামের বাড়ির পাশে দুপুর থেকে জমি-জমা মাপজোকের কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব-দক্ষিণ থেকে কালো মেঘ ধেয়ে আশার পাশাপাশি ঝড়- বৃষ্টিপাত শুরু হলে বৃষ্টি থেকে রক্ষার জন্যে পাশেই একটি বাড়ির উঠানে আনোয়ারসহ আরো দুইজন অবস্থান নেয়। এ সময় একটি বজ্রপাত ওই বাড়ির উঠানে উপর পড়লে আনোয়ার নিহত হয়। অপর দুইজন আহত হয়েছে।
স্থানীয় ইউপি (ওয়ার্ড) সদস্য এবাদুল রহমান বলেন, ঘটনার পর হতাহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে। আহত দুই জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতের ঘটনায় আহত দুই জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?