নওগাঁর রানীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি
Mar 9, 2024 - 18:14
 0  17
নওগাঁর রানীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর রানীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৮ই মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার -কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)।
শনিবার (৯ মার্চ) সকালে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গ্রেফতার সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী মোহন কাজ করনে। তারা দুজনে দীর্ঘদিন যাবত  সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow