নওগাঁয় অবৈধ মজুদ ২৯১ টন চাল, ৩ লাখ টাকা জরিমানা

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Jan 30, 2024 - 18:08
 0  20
নওগাঁয় অবৈধ মজুদ ২৯১ টন চাল, ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁ শহরের লস্করপুরে মেসার্স ঘোষ অটো চাল কলে ২৯১ টন চাল অবৈধভাবে মজুদ রাখার চিত্র দেখতে পায় মোবাইল কোর্ট। এই অপরাধে মিল মালিককে জরিমানার পাশাপাশি সাতদিনের মধ্যে ওই চাল বাজারে ছাড়ার নির্দেশ দেয়া হয়।

অবৈধভাবে অতিরিক্ত চাল মজুত রাখায় নওগাঁয় দ্বিজেন ঘোষ নামে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। জেলা প্রশাসকের মিডিয়া সেলে রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।


জেলা প্রশাসক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে চাল মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ওই মিলে ২৯১ টন চাল মজুদ রাখা ছিল।

মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow