নওগাঁয় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁর বদলগাছীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—নওগাঁর বদলগাছী উপজেলার বিশপাড়া গ্রামের মো. আসাদুল ইসলাম (৫২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. আব্দুল মজিদ হিরা (৪৭)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসাদুল ও মজিদ হিরা চিহ্নিত মাদক কারবারি। তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
র্যাব জানায়, বেশ কয়েকদিন ধরেই গোপন তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব-৫ এর একটি আভিযানিক দল বদলগাছীর পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালায় এবং তাদের আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১৪ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ৮ হাজার ৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






