নওগাঁয় গলা কাটা লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার সময় ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মৃত অছিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি আসার সময় গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিন দেখতে পায় তারা। তাদের মধ্যে থেকে একজন নারী সেই পলিথিনের কাছে গিয়ে গলা কাঁটা একটি লাশ বাঁধা দেখে চিৎকার দেয়। সে সময় তাদের চিৎকারে অন্যরা এসে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়রা আরও বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন চুরি, ছিনতাই ও ডাকাতির কয়েকটি মামলা রয়েছে।
What's Your Reaction?