নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ থেকে ১০ জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে।
নিহতরা হলেন—বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও লালচান নামের দুই ব্যক্তির পাশাপাশি জমি রয়েছে। কয়েক বছর আগে সাইফুলের বাবা জমিতে একটি মেহগনি গাছ রোপণ করেন। সম্প্রতি জমি মাপজোখে দেখা যায়, গাছটি লালচানের জমির অংশে পড়ে। এরপর উভয়পক্ষের কথাবার্তার ভিত্তিতে বুধবার গাছটি কেটে ফেলেন সাইফুল ইসলাম। এতে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে সাইফুলকে দেখতে পেয়ে লালচান তাকে নিজের অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল ব্যস্ত আছেন জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন দেশীয় অস্ত্র—রামদা, কুড়াল, হাসুয়া ইত্যাদি নিয়ে সাইফুলের ওপর হামলা চালান। এ সময় শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজিজুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?






