নওগাঁয় ট্রাক্টরের চাপায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 5, 2025 - 11:48
 0  4
নওগাঁয় ট্রাক্টরের চাপায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক

নওগাঁ সদর উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার পাকুরিয়া গ্রামের একটি ব্রীজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ পশ্চিম মাখনা গ্রামের বাসিন্দা শাহীন আলমের একমাত্র ছেলে। সে স্থানীয় পশ্চিম মাখনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বাইসাইকেল নিয়ে পাকুরিয়া গ্রামের ব্রীজের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ মল্লিকের পুকুর খননের মাটি বহনকারী একটি বেপরোয়া ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে। তারা ঘাতক ট্রাক্টরটি আটক করে স্থানীয় মাদ্রাসা চত্বরে নিয়ে যায়। এই ঘটনায় পুরো পশ্চিম মাখনা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow