নওগাঁয় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 12, 2025 - 19:53
 0  2
নওগাঁয় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী শনিবার (১৫ মার্চ) নওগাঁ জেলায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১২ মার্চ) দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ শিশু নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ শিশু লাল ক্যাপসুল পাবে। এ কার্যক্রমের জন্য ১১টি স্থায়ী ও ২,৪৩০টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হবে।

এ কর্মসূচিতে ৫,৯৩২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে স্বাস্থ্য পরিদর্শক ১৭ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৮১ জন, স্বাস্থ্য সহকারী ১৯৪ জন, এফডব্লিউএ ৩৭১ জন, এফপিআই ৯৪ জন, সিএইচসিপি ২৯৩ জন এবং ৪,৮৮২ জন স্বেচ্ছাসেবী থাকবেন।

কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow