নওগাঁয় দুটি রাসেলস ভাইপার সাপ মারল গ্রামবাসী

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Jun 25, 2024 - 14:23
 0  18
নওগাঁয় দুটি রাসেলস ভাইপার সাপ মারল গ্রামবাসী

নওগাঁর ধামইরহাট উপজেলার নেউটা ও রাঙামাটি এলাকায় দুটি রাসেল ভাইপার ধরা পড়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে স্থানীয়রা ঝোপ-ঝাড়ের মধ্য থেকে সাপ দুটি বেড়িয়ে আসতে দেখে। এসময় স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে মারে সাপগুলো।

ধামইরহাটের স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেল‌’স ভাইপার উদ্ধার হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন ও আত্রাই নদী তীরবর্তী এলাকায় ইতোপূর্বে এই সাপ উদ্ধার হয়েছে। স্থানীয় পাইকবান্দা বনবিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০ রাসেল’স ভাইপার বা চন্দ্রঘোড়া উদ্ধার হয়েছে।

কয়েক বছর আগে ধামইরহাট উপজেলার রাঙামাটি এলাকায় রাসেল’স ভাইপারের ছোঁবলে এক কৃষক আক্রান্ত হয়েছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হোন। বেশ কিছুদিন পর আবারও এই সাপের উপদ্রপ বোড়েছে। তাই সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে জানান বিট কর্মকর্তা ফরহাদ।

এদিকে সাপের উপদ্রপ থেকে রক্ষায় জেলা জুড়ে সতর্ক করণ প্রচারণা চালানোর কথা জানান নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক মজুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow