নওগাঁয় দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত ৮০ বিঘা জমির ধান

নওগাঁর পোরশা উপজেলার আল জামিআতুল আরাবিয়াহ দারুল হিদায়াহ মাদ্রাসার ৮০ বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭শে মার্চ) রাতে, অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে ধানগাছগুলো নষ্ট করা হয়।
এ ঘটনায় মাদ্রাসার পক্ষে সেক্রেটারি নজরুল ইসলাম শাহ পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ৮০ বিঘা জমি উপজেলার নিতপুর সোহাতি মৌজায় অবস্থিত, যেখানে স্থানীয় কৃষকরা বর্গা চাষ করে। প্রতিবছরের মতো এ বছরও সেখানে বোরো ধান চাষ করা হয়েছিল। তবে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করেছে।
মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ জানান, ধান নষ্ট হওয়ায় মাদ্রাসার প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






