নওগাঁয় ধানখেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় বোরো ধানের খেত থেকে উদ্ধার হওয়া গলিত লাশের ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলার কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল (২২) কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বুলবুলকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদী হয়ে আমিনুল ইসলাম বুলবুলকে একমাত্র আসামি করে মান্দা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি হলেন উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে আব্দুল জব্বার। গত শুক্রবার (২৮ মার্চ) সকালে তিনি বাড়ি থেকে বের হন বুলবুলের কাছে পাওনা টাকা আনতে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
বুধবার দুপুরে কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে আব্দুল জব্বারের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং দ্রুতই বুলবুলকে আটক করে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, “গ্রেপ্তার বুলবুল স্বীকার করেছে যে, লাঠির আঘাতে আব্দুল জব্বারকে হত্যা করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।”
What's Your Reaction?






