নওগাঁয় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

নওগাঁয় এক মর্মান্তিক ঘটনায় ৮ বছর বয়সী নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার দাদা আমিনুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নওগাঁর মহাদেবপুর উপজেলার ইটালী গ্রামের মাদ্রাসা পাড়ায় ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় আমিনুল ইসলাম তার নাতনীকে ইফতারির প্রলোভন দেখিয়ে পাশের গ্রামে নিয়ে যায় এবং মাঠের মধ্যে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আমিনুল ইসলাম পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারকে জানায়।
এলাকাবাসী সোমবার দুপুরে আমিনুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
এই ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। আশা করা যায়, দ্রুত তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
What's Your Reaction?






