নওগাঁয় পানির দাবিতে মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Jan 26, 2025 - 20:17
 0  5
নওগাঁয় পানির দাবিতে মানববন্ধন

নওগাঁর সুলতানপুর মটেরঘাট ও সুলতানপুর জেলে পাড়া সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওইসব এলাকার কৃষকদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমাল, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাবেদুল ইসলাম সাবু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ফায়সাল আজম ওলি, কৃষক মুনসুর আলী মাস্টার, ফজলু সাকিদার, মহাতাপ সাকিদার, লিটন সাকিদারসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর নওগাঁ সদর আসনের অবৈধ সংসদ সদস্যের চাচাতো ভাই সালমান ফারসি সৌরভ এই দুই সেচ প্রকল্প জোরপূর্বক দখল করে। তারপরে উচ্চ হারে পানির মূল্য নির্ধারণ, জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করলেও কৃষকরা তা পরিশোধ করে দেয়। চলতি ইরি-বোরো মৌসুমে আমরা জানতে পারি দুই প্রকল্পের প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিদ্যুৎ বিল রেখে পালিয়ে আছেন সালমান ফারসি সৌরভ। এতে দুই সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে নতুন সংযোগ প্রদানের অপরগতা জানান তারা। এমতাবস্থায় হাজার হাজার হেক্টও জমিতে ফসল উৎপাদন অনিশ্চিয়তার মুখে। তাই দ্রুত এই দুই সেচ প্রকল্পে বিদ্যুতের নতুন সংযোগ দাবি জানান বক্তারা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow