নওগাঁয় পুলিশের ধাওয়ায় ডাকাতবাহী ট্রাক উল্টে নিহত ১, আহত ২

নওগাঁয় ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাকাতবাহী ট্রাক উল্টে গেলে এক ডাকাত নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে ডাকাতরা দ্রুত একটি ট্রাকযোগে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা, নওহাটামোড় ফাঁড়ি ও নওগাঁ সদর মডেল থানার পুলিশ ডাকাতদের ধাওয়া করে।
রাত সাড়ে ৩টার দিকে চৌমাশিয়া বাজারে পুলিশ একটি বালুবাহী ট্রাক দিয়ে রাস্তা আটকে দিলে ডাকাতবাহী ট্রাকটি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এসময় ট্রাকটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে ফুটপাতে থাকা চারটি দোকানের ওপর দিয়ে দ্রুতগতিতে পালাতে থাকে। পুলিশের ধাওয়া অব্যাহত থাকলে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই একজন ডাকাত নিহত হন এবং দু’জন আহত হন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আহতদের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন মাছুম (৩২) ও রুবেল (৩১)।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুজার গাফফার জানান, আহত দুই ডাকাত বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত অভিযানে নামি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। আহতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে না চেনার অভিনয় করছে।”
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, যেহেতু ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর থানার অন্তর্ভুক্ত, তাই সেখানেই মামলা হবে। অভিযানের সময় ডাকাতদের ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
What's Your Reaction?






