নওগাঁয় প্রেমিকার অন্যত্র বিয়ে অভিমানে কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Feb 11, 2025 - 22:04
 0  4
নওগাঁয় প্রেমিকার অন্যত্র বিয়ে অভিমানে কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার উপর রাগ ও অভিমান করে সোয়াইব হোসেন (১৭) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিনগত রাতে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। নিহত সোয়াইব হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইবের সাথে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে মানসিকভাবে বির্ধস্ত হয়ে পড়ে। এর পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রেমিকার উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow