নওগাঁয় বাড়ি থেকে ১ হাজার ৭১৯ কেজি খাদ্যবান্ধব চাল জব্দ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 24, 2025 - 23:23
 0  9
নওগাঁয় বাড়ি থেকে ১ হাজার ৭১৯ কেজি খাদ্যবান্ধব চাল জব্দ

নওগাঁর রাণীনগরে এক বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১ হাজার ৭১৯ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অভিযানে ৫০ কেজি ওজনের ৩৪টি বস্তা ও ১৯ কেজির একটি বস্তায় প্যাকেট করা চাল পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, এসব চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত, যা বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের ডিলার শহিদুল ইসলাম সুইট ও তার সহযোগীরা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গোপনে মজুত করেছিলেন।

ঘটনাস্থলে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির খালি সরকারি বস্তা এবং চালের প্যাকেটগুলো প্লাস্টিকের অন্য বস্তায় রূপান্তরের প্রমাণ স্থানীয়দের সন্দেহকে আরও ঘনীভূত করে।

বাড়ির মালিক আশরাফ আলী বলেন, “আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি ডিলার সুইট আমার বাড়িতে চাল রেখেছেন। আমি তাঁকে চাল সরিয়ে নিতে বলি, তিনি বলেন পরে নিয়ে যাবেন। এরপর আমি কিছু জানি না।”

অন্যদিকে ডিলার শহিদুল ইসলাম সুইট অভিযোগ অস্বীকার করে বলেন, “চালগুলো আমার না। বাড়ির মালিক আমার নামে মিথ্যা বলছেন।”

সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, “চালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এগুলো সরকারি কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।”

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, “ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow