নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের লিটন কুমার দাস সভাপতি ও সম্রাট হোসেন সাধারণ সম্পাদক 

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Jan 7, 2025 - 18:30
 0  3
নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের লিটন কুমার দাস সভাপতি ও সম্রাট হোসেন সাধারণ সম্পাদক 

নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যাান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের জেলা ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের চেয়ারম্যান আমিনুর রহমানসহ অন্যান্যরা। সভা শেষে লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩শত সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটির ঘোষনা করা হয়।

সভায় বক্তারা জেলার কোন এলাকার কোন কৃষকরা যেন কোন সার ডিলারের দোকানে গিয়ে হয়রানী কিংবা প্রতারিত না হন সেই দিকে কঠোর নজরদারী রাখার প্রতি আহ্বান জানানো হয়। সার ও বীজ নিয়ে যদি কোন ডিলার কোন ধরণের অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই নিয়ম-নীতির মধ্যে থেকে সবাইকে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা করার প্রতি অনুরোধ জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow