নওগাঁয় বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইন কর্মকর্তা নিয়োগ

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
Nov 17, 2024 - 20:04
 0  3
নওগাঁয় বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইন কর্মকর্তা নিয়োগ
 নওগাঁ আদালতে ৬৭ জন আইন কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁ জেলায় সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মো. রফিকুল ইসলামকে সরকারি কোঁসুলি (পিপি) এবং নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহানকে গর্ভমেন্ট প্লিডার (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে, ওই ৬৭ জন আইনজীবী জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের কাছে তাঁদের যোগদানপত্র জমা দেন এবং জেলা প্রশাসক তা গ্রহণ করেন। ১৮ নভেম্বর সোমবার থেকে তারা তাঁদের নতুন দায়িত্ব পালন শুরু করবেন।
নিয়োগ পাওয়া আইনজীবীরা জানিয়েছেন, নওগাঁ আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৬৭ জনই বিএনপি ও জামায়াত সমর্থিত। অন্য কোনো রাজনৈতিক দলের আইনজীবীকে অন্তর্ভুক্ত করা হয়নি। নবনিযুক্ত পিপি, এ জেড এম রফিকুল ইসলাম বলেন, ‘আজ জেলা প্রশাসকের কাছে আমাদের যোগদানপত্র জমা দিয়েছি। আগামীকাল থেকে আমরা আইনগত দায়িত্ব পালন শুরু করব। আমাদের লক্ষ্য হলো, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করা।’ এছাড়া, ফৌজদারি মামলা পরিচালনার জন্য জেলা ও দায়রা জজ আদালতে ২ জন অতিরিক্ত সরকারি কোঁসুলি এবং ৩৪ জন সহকারী সরকারি কোঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। এদিকে, ১০ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow