নওগাঁয় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য, মধ্যরাতেই লাইনে ভিড়

রমজান মাস উপলক্ষে নওগাঁয় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। এই পণ্য নিতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে বহু মানুষকে। প্রচণ্ড রোদ উপেক্ষা করেও তারা স্বল্পমূল্যে এই পণ্য সংগ্রহে আগ্রহী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে রমজান মাসে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি অনুভব করছেন।
শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা মোছা. ফারজানা জানান, তিনি টিসিবির পণ্য নিতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সিরিয়াল দিয়ে বসেছিলেন। শুধু ফারজানাই নন, অনেকেই সেহরির খাবার সঙ্গে নিয়ে রাত ১টার দিকেই লাইনে সিরিয়াল দিয়ে বসেন। প্রতিদিন প্রায় ৪০০ জন এই পণ্য সংগ্রহ করতে পারেন, অথচ লাইনে দাঁড়িয়ে থাকেন প্রায় ৬০০ থেকে ৭০০ জন। ফলে অনেকেই দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পেয়ে ফিরে যান। তবে পরবর্তী দিনে তারা আবারও চেষ্টা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন জানান, রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকার দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে নওগাঁয়ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
আগামী ২৮ মার্চ পর্যন্ত নওগাঁর পৌরসভাসহ সদর উপজেলার পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি চলবে। প্রতিটি প্যাকেজ ৩৯০ টাকায় বিক্রি হচ্ছে, যার মধ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি। প্রতিদিন প্রায় দুই হাজার পরিবার সাশ্রয়ী মূল্যে এই পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
তবে পণ্যের চেয়ে চাহিদাসম্পন্ন মানুষের সংখ্যা বেশি হওয়ায় এবং সিরিয়ালে পেছনে থাকার কারণে অনেকেই প্রথমবার পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে পরবর্তী দিনে তারা এই সুযোগ পাচ্ছেন। এ নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে পণ্য সরবরাহ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে, কেউ যাতে একাধিকবার পণ্য না নিতে পারেন। স্বল্পমূল্যে টিসিবির এই পণ্য পেয়ে নওগাঁর নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এছাড়া, ন্যায্যমূল্যের দোকান থেকেও সব শ্রেণি-পেশার মানুষ স্বল্পমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। ফলে বাজারে এসব পণ্যের দামও স্থিতিশীল রয়েছে। সরকারি এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?






